ছাগলনাইয়ায় যৌথবাহিনীর অভিযানে হ্যান্ডকাফ, অবৈধ অস্ত্র, মাদক ও ভারতীয় পণ্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ছাগলনাইয়ার পূর্ব মধুগ্রামের মো. জসিমের ছেলে মো. মাসুদ রানা (২৮), পূর্ব ছাগলনাইয়ার আবুল বশরের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) ও পশ্চিম ছাগলনাইয়ার মৃত আমান উল্যাহর ছেলে মো. জাহিদ হোসেন ঝন্টু (৪০)।
এদিকে অভিযানে উদ্ধার হওয়া হ্যান্ডকাফ ঘিরে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। এর আগে গত ১৫ জুলাই রাতে ফুলগাজীর আমজাদহাট এলাকায় ছাগলনাইয়া থানার পুলিশ সদস্যরা অভিযানে গেলে জাল কবির নামে এক আসামি পুলিশকে আহত করে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। এ নিয়ে ১৬ জুলাই দৈনিক ফেনীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে ১৮ আগস্ট ‘এক মাসেও উদ্ধার হয়নি পুলিশের সেই হ্যান্ডকাফ’ শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া জাল কবির এখনো ধরাছোঁয়ার বাইরে। তিনি ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া একটি নারী নির্যাতন মামলার আসামি। ওই রাতের অভিযানে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। ঘটনার পরদিন ১৬ জুলাই উপপরিদর্শক রাফিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে ফুলগাজী থানায় মামলা করেন। তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকীকের নেতৃত্বে পরবর্তীতে সাতজনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামি জাল কবির ও তার হাতে থাকা হ্যান্ডকাফটি উদ্ধার হয়নি। ইতোপূর্বে এ বিষয়ে জানতে প্রশ্ন করা হয় আরিফুল ইসলাম সিদ্দিকীকে। তবে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।
যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া হ্যান্ডকাফটি সেই খোয়া যাওয়া হ্যান্ডকাফ কিনা—তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে কথা হয় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশারের সঙ্গে। তিনি বলেন, জব্দ করা হ্যান্ডকাফ পুলিশের খোয়া যাওয়া সেই হ্যান্ডকাফ কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। হ্যান্ডকাফটি গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি হ্যান্ডকাফ, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ১১০ পিস শাড়ি ও ১০০ পিস ম্যাক্সি জব্দ করা হয়
