ফেনী নদীতে ঐতিহাসিক শুভপুর ব্রিজটি নতুন করে নির্মাণের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। সম্প্রতি ব্রিজ নির্মাণে চুক্তিবদ্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের প্রাথমিক কাজগুলো শুরু করতে দেখা গেছে। তবে এ উন্নয়ন কাজের দুই প্রতিবন্ধকতা—ফেনী অংশে সড়কের পাশে গাছগুলো কেটে সরিয়ে নেওয়া হলেও মিরসরাই অংশে বালুর স্তুপগুলো নড়েনি।

ঠিকাদারি প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, শুভপুর ব্রিজ নির্মাণ কাজ শুরু করতে সড়কের পাশে গাছ ও বালুর স্তুপ কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এ বিষয়ে গত ৯ অক্টোবর দৈনিক ফেনী পত্রিকায় ‘শুভপুর ব্রিজ নির্মাণে বাধা বালুর স্তুপ ও সড়কের গাছ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। গুরত্বপূর্ণ সংবাদটি সড়ক ও জনপথ বিভাগের নজরে এলে গাছগুলো অপসারণের পদক্ষেপ নেওয়া হয়। গতকাল শনিবার (১৮ অক্টোবর) সরজমিন পরিদর্শনে দেখা গেছে, শুভপুর ব্রিজের ছাগলনাইয়া অংশে সড়কের দুই পাশে অবস্থিত গাছগুলো কেটে সরানো হয়েছে। তবে বহালতবিয়তে রয়েছে মিরসরাই অংশের সেই বালুর স্তুপগুলো। গাছ অপসারণে কাজের গতি বাড়লেও বালুর স্তুপ কাজে বাধা দাবি করে ঠিকাদার প্রতিনিধি বিনয় বড়ুয়া জানান, বড় বড় বালুর স্তুপগুলো দ্রুত না সরালে ব্রিজ নির্মাণ কাজ বাধাপ্রাপ্ত ও বিলম্বিত হবে।

ব্রিজের মিরসরাই অংশে থাকা বালুর স্তুপের বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, শুভপুর ব্রিজ নির্মাণ কাজে বালুর স্তুপ বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে এমন তথ্য আমাদের কেউ জানায়নি। সংশ্লিষ্টরা এ বিষয়ে সহযোগিতা চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।