ছাগলনাইয়ায় দেদারসে কৃষি জমির মাটি কাটা চলছে। স্থানীয়দের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার ৫০টির বেশি স্থানে মাটি কাটা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুমের শুরু থেকেই উপজেলাব্যাপী ফের ফসলি জমির মাটি কাটা শুরু হয়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থান ঘুরেও এ চিত্র চোখে পড়েছে। কারা ফসলি জমির মাটি কাটার সাথে জড়িত এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা জানায়, আওয়ামী সরকারের পতনের পরও মাটি কাটা বন্ধ হয়নি শুধু মাটিখেকো পরিবর্তন হয়েছে। তবে কারা এতে জড়িত এ ব্যাপারে কেউ তথ্য প্রকাশ করতে চাননি।
স্থানীয়রা জানান, দীর্ঘ বছর ধরে ছাগলনাইয়ায় মাটি কাটার ফলে উপজেলার বিভিন্ন এলাকার ভূমি আরো নিচু আকার ধারণ করেছে। সম্প্রতি ভয়াবহ বন্যার একাধিক কারণের মধ্যে ফসলি জমির মাটি কাটাকে দায়ি করছেন বিশেষজ্ঞ মহল।

উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, উপজেলার অন্তত ৫০টি স্থানে প্রতিদিন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফসলি জমির টপ সয়েল কাটা নেওয়া হচ্ছে। কোন কোন স্থানে কায়িক শ্রমে কাটা হচ্ছে জমির মাটি। বিভিন্ন স্থানে পুকুর থেকেও মাটি কাটতে দেখা গেছে।

স্থানীয়দের তথ্যমতে, উপজেলার অন্তত ৫০টি স্থানে প্রতিদিন ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এসব মাটিগুলো ইটভাটা এবং বসতবাড়ি কিংবা নতুন কোন স্থাপনা নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, মাটি কাটার ফলে ফসলি জমিগুলো ঊর্বরতা হারানোর পাশাপাশি অন্য জমির উপর দিয়ে স্ক্যাভেটর ও পিকআপ ভ্যান চলাচল করছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, মাটি বহনকারী পিকআপ ভ্যান থেকে সড়কে মাটি পড়ে গ্রামাঞ্চলের শাখা সড়কসহ উপজেলার প্রধান সড়কগুলো মাটির প্রলেপে ঢেকে যাচ্ছে। ফলে সামান্য বৃষ্টি কিংবা কুয়াশা পড়লে সড়কে বিভিন্ন দূর্ঘটনার সম্ভবনা রয়েছে।

এ বিষয়ে ছাগলনাইয়ার সহকারি কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত জানান, ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাটি কাটার তথ্য পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ছাগলনাইয়ায় মাটি কাটা নিয়ে অনেক অভিযোগ আসছে প্রশাসনের কাছে। কিন্তু জনবল সংকটে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।


২৩ দিনে ১৪ অভিযান
চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ছাগলনাইয়ায় ১৪টি অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা মোকামিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় দুইটি স্ক্যাভেটর জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে চলতি মাসে মাটি কাটার বিরুদ্ধে ১৩টি অভিযানে পাঁচ মামলায় ইমরুল হাবিব, মোঃ নুর নবী, মোঃ রাজিব, আবদুল মোমেন ও মোঃ ফারুক নামে ৫ ব্যক্তির ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।