ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুরে কুয়েত পল্লীতে সরকারি জায়গায় অবস্থিত লেক দখল করে ইটের ভাটা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কামাল উদ্দিনের বিরুদ্ধে। লেকটি দখলমুক্ত করার দাবিতে গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন করেছে কুয়েত পল্লীর বাসিন্দারা।
মানববন্ধনে আবুল কাশেম মিন্টু বলেন, কুয়েত পল্লীর ৪০ পরিবারের জন্য একটি মসজিদ রয়েছে। ঐ মসজিদের ইমাম মুয়াজ্জিনের মাসিক বেতন প্রদানের জন্য কুয়েত পল্লী এলাকায় দুইটি লেক লিজ দেয়া হতো। কামাল উদ্দিন একটি লেক দখল করে তার ব্যবসা প্রতিষ্ঠান কামাল অটো ব্রিকসের কাজে ব্যবহার করাতে মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন প্রদান করতে হিমশিম খাচ্ছে স্থানীয়রা।
মানববন্ধনে উপস্থিত বিবি কুলছুম, ইশরাত জাহান, শাহেনা আক্তার, মায়া বেগম, ঝর্ণা, আফিয়া বেগম, হোসনে আরা, মাবিয়া খাতুন, ছকিনা বেগম, ফয়েজেন্নেছা তাদের বক্তব্যে বলেন, কামাল উদ্দিন সরকারি লেক দখল করে ইটভাটা তৈরী করে আমাদের উপরে দীর্ঘদিন নির্যাতন করছে।
তারা আরও অভিযোগ করেন, কুয়েত পল্লীতে বসবাসরত পরিবারগুলোর শিশুরা ইটভাটার পাশে খেলাধুলা করতে গেলে কামাল তাদের মারধর করে। স্থানীয় মোঃ মোস্তফা, মহিউদ্দিন, মোহাম্মদ উল্লাহ ও মোঃ ইলিয়াছের অভিযোগ, ইটভাটার মালিক কামাল উদ্দিন তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে।
লেক দখল করে নির্মিত ইটভাটাটি বন্ধ করে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করার দাবি জানিয়েছেন কুয়েত পল্লীর বাসিন্দারা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত কামাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।