৯ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক।।


ছাগলনাইয়ার ঘোপালে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিরাজ উদ্ দৌলার বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্তনা ও সমবেদনা জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নিজকুঞ্জুরা গ্রামে নিহত সিরাজের বাড়ীতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন তিনি। এসময় সিরাজ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনকে নির্দেশ দেন শিরীন আখতার।


শিরীন আখতার এমপি বলেন, সিরাজ একজন নিরপরাধ ছেলে। যে বা যারাই তাকে হত্যা করেছে তারা কেউই ছাড় পাবেনা। তিনি বলেন কোন দল বা মুখ দেখে নয়, সিরাজ হত্যায় যারাই জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, বিগত ৬ বছর ছাগলনাইয়া শান্ত ছিল। হঠাৎ শান্ত ছাগলনাইয়াকে অশান্ত করার পাঁয়তারা চালানো হচ্ছে। যারা এহেন অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


এসময় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মেজবাহ উদ্দিন তাঁর সাথে ছিলেন।


উল্লেখ্য, গতকাল রবিবার বিকালে ছাগলনাইয়ার ঘোপালের সমিতি বাজার এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিরাজ উদদৌলা (২৫) নামের এক যুবক নিহত এবং অপর চারজন গুরুতর আহত হন।