সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) সোহেল পারভেজের উদ্যোগে ক্ষুধার্তদের জন্য ছাগলনাইয়ায় ফ্রী খাবারের ব্যবস্থা করা হয়েছে। ছাগলনাইয়া পৌর শহরের শূন্য রেখায় পুলিশ বক্সের পাশে ঝুড়িতে ক্ষুধার্তদের জন্য থাকবে এসব খাবার সামগ্রী। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধনী অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ প্রমূখ।


সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ দৈনিক ফেনীকে জানান, পুলিশ বক্সের আশপাশে প্রায় সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল মানুষকে দেখা যায়। তারা অর্থের অভাবে পেটভরে খেতে পারছে না। তাদের জন্য ঝুড়িতে সামর্থ অনুযায়ী খাবার রাখা হবে। প্রতিদিন সকালে এক বার ও বিকেলে এক বার ঝুড়িতে ক্ষুধার্তদের জন্য খাবার রাখবেন সোহেল পারভেজ। তবে ইচ্ছে করলে যে কেউ এ ঝুড়িতে ক্ষুধার্তদের জন্য খাবার রাখতে পারবেন বলেও জানান তিনি। সোহেল পারভেজ মনে করেন সমাজের প্রতিটি সমর্থবান লোক যদি অসহায়দের জন্য কোন না কোন ভাবে সহযোগিতার হাত বাড়ান তবে সমাজ থেকে সহজে দারিদ্রতা কমে আসবে।