দৈনিক ফেনীতে সংবাদ প্রকাশের পর ছাগলনাইয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭২ জন শিক্ষকের মার্চ মাসের বেতন পাচ্ছেন। গতকাল বুধবার (২১ এপ্রিল) বিকেল ৩ টায় বেতন পাশের বিষয়টি জানিয়ে মুঠোফোনে ম্যাসেজ এসেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
গত মঙ্গলবার (২০ এপ্রিল) দৈনিক ফেনীতে ‘আটকে আছে ছাগলনাইয়ার প্রাথমিক শিক্ষকদের মার্চের বেতন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। শিক্ষকদের অভিযোগ ছিলো, প্রতি মাসের প্রথম সপ্তাহে আগের মাসের বেতন ভাতা উত্তোলন করলেও এপ্রিল মাসের ২০ তারিখেও মার্চে মাসের বেতন ভাতা পান নি ছাগলনাইয়া উপজেলার ৪৭২ জন শিক্ষক।
আরও পড়ুন আটকে আছে ছাগলনাইয়ার প্রাথমিক শিক্ষকদের মার্চের বেতন
মার্চ মাসের বেতন বিলম্বে পাশ হওয়ার বিষয়ে প্রাথমিকের শিক্ষকগণ ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নানা অভিযোগ করেন। তবে বুধবার বেতন পাশ হওয়ার ম্যাসেজ পেয়ে শিক্ষকদের মাঝে হতাশা কেটেছে। মার্চের বেতন পাশ হলেও বৈশাখী ভাতা এখনো পাশ না হওয়াতে হতাশা প্রকাশ করেছেন শিক্ষকরা।
তবে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তফা জামান চৌধুরী জানান, উপজেলা শিক্ষা অফিসের ভুলের মাশুল হিসেবে শিক্ষরা মার্চের বেতন পেতে বিলম্ব হলেও বৈশাখী ভাতা দ্রুত পেয়ে যাবেন।