সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৬ষ্ঠ দিন ছাগলনাইয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা দেখা গেছে। আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে পৌর শহরের শূন্যরেখায় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা অবস্থান নেন।
এসময় বিনা প্রয়োজনে বাজারে জনসমাগম, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন চলাচলে বাধা এবং কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানান ওসি।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিধান করে অতি প্রয়োজনে ছাড়া বাইরে না বেরোতে সকলকে সচেতন করেন পুলিশ সদস্যরা।