ছাগলনাইয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল আফছার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৭ এপ্রিল) ভোর ৬ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুরবরণ করেন তিনি।
বাদ যোহর গার্ড অব অনার প্রদান শেষে উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফছারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সহকারি কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম। এসময় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।