২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুযোগ পেয়েছে ছাগলনাইয়ার ৫ মেধাবী শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় নিজ কার্যালয়ে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর গ্রামের সফিক উদ্দিনের ছেলে আফছার উদ্দিন ও উত্তর ছয়ঘরিয়া গ্রামের ফারক আহাম্মদের ছেলে ইয়াছিন উদ্দিন দুজনই মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। তারা দুজনই দক্ষিণ বল্লভপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। আফছার দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে ও ইয়াছিন বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
অন্যদিকে শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল কাদের ভুঁইয়ার কন্যা ইশরাত কাদের ইয়ারা। সে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ছাগলনাইয়া পৌরসভার মটুয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে তানিমুল ইসলাম গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেলে চান্স পেয়েছে। সে ছাগলনাইয়া একাডেমির শিক্ষার্থী।
মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের নুরুল আমিনের কন্যা নুসরাত জাহান ইম্তি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে ছাগলনাইয়া একাডেমির শিক্ষার্থী।