লকডাউনের তৃতীয় দিন ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ ব্যক্তির ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বাস্থ্য বিধি না মানায় ও লাইসেন্স বিহীন গাড়ী চালানোয় তাদের এ জরিমানা করা হয়।
অভিযানে মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা ও আনসার সদস্যরা অংশ নেন।