করোনা মুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করলেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম। আজ বুধবার (৭ এপ্রিল) সকালে কাজে যোগ দিয়েছেন তিনি। এসময় হোমায়রা ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ মার্চ প্রাপ্ত প্রতিবেদনে হোমায়রা ইসলামের করোনা নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। দীর্ঘ ১৪ দিন ধরে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।