ছাগলনাইয়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণজামায়েত নিষিদ্ধ করাসহ সরকারি নির্দেশ বাস্তবায়নে অভিযানে চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহেরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১০ জনের ৭ হাজার একশ টাকা জরিমানা করা হয়।
ইউএনও জানান, ছাগলনাইয়া বাজারে পরিচালিত অভিযানে সরকার নির্দেশিত বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় তাদের জরিমানা করা হয়।
এসময় জনসাধারণকে মাস্ক ব্যবহার করাসহ স্বাস্থ্যবিধি পালন ও জরুরী প্রয়োজন ছাড়া দোকানপাটে আড্ডা ও বাজারে না আসার জন্য আহ্বান জানা ইউএনও।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।