কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে ছাগলনাইয়ার মোঃ জামাল উদ্দিন (৪০)। পেশায় সিএনজি অটোরিকশা চালক জামাল উপজেলার শুভপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ কুহুমা গ্রামের আবির আলী মেস্ত্রী বাড়ীর আফজলের রহমানের ছেলে। গত ডিসেম্বর মাসে শারীরে পানি আসলে তিনি ডাক্তারের পরামর্শে ঢাকা জাতীয় কিডনি হাসপাতালে ভর্তি হন। ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে জানান কিডনিতে সমস্যা রয়েছে দ্রুত চিকিৎসা করতে পারলে সুস্থ হতে পারবেন।

স্ত্রী রহিমা আক্তার ও দুই ছেলেকে নিয়ে সিএনজি চালিয়ে সাংসার চালাতেন জামাল। বর্তমানে কিডনি রোগের চিকিৎসা করতে বিক্রি করেছেন উপার্জনের এক মাত্র সম্বল সিএনজি অটোরিকশা। সহায় সম্বল হারা অসহায় সিএনজি চালক জামাল সমাজের ধনাঢ্য ও হৃদয়বান ব্যক্তিদের নিকট আকুল আবেদন জানিয়ে বলেন, স্ত্রী ও দুই অবুঝ শিশু সন্তানের জন্য বাঁচতে চায় তিনি। কিডনি রোগের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। যদি কোন হৃদয়বান ব্যক্তি জামালের চিকিৎসায় আর্থিক সহায়তা করতে চান তার ব্যক্তিগত বিকাশ নাম্বারে (০১৮৭২৫৮৩৬৭০) সহায়তা পাঠাতে পারেন।