ছাগলনাইয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরন সেচযন্ত্র (এলএলপি) বিতরণ করা হচ্ছে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।
উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ জানান, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০টি কৃষকদলের মাঝে এসব উপকরণ বিতরণ করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তিনি জানান, প্রতি দলে ৩০ জন কৃষক রয়েছে।
তিনি জানান, বিতরণের প্রথম দিনে দুইটি কৃষকের দলের মাঝে সেচ উপরকরণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী প্রমুখ।