ছাগলনাইয়ায় ৪জন অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র ফেনী জেলার উদ্যোগে আয়োজিত মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইনে এসব বিতরণ করা হয়।
স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ক্যাম্পেইনে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।
আসাফো ছাগলনাইয়া শাখার সিনিয়র সহ সভাপতি প্রভাষক নাছির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জেলা ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট শাওন দেব নাথ, সহকারী ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হারুনুর রশীদ ও মোঃ মোর্শেদ।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জানান, অসহায় প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আমরা এ ক্যাম্পেইন চালু রেখে কাজ করছি। এ বছর মুজিববর্ষ উপলক্ষ্যে প্রতিবন্ধীদের জন্য বিশেষ সেবা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।