ছাগলনাইয়ার পাঠননগর বাজারে ইসলামী ব্যাংক ফেনী কলেজ রোড শাখার ১৪তম এজেন্ট আউটলেট শারমিন এন্টারপ্রাইজ’র উদ্বোধন করা হয়। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে ফিতা কেটে বাজারের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এ আউটলেটের উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেবাকে সর্বস্তরের জনগনের দোরগড়ায় পৌঁছে দেবার আহ্বান জানান ইউএনও। এছাড়া করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণের বিস্তার রোধে সেবা প্রদানকালে গ্রাহক ও সেবাদানকারীদের মাস্ক পরা নিশ্চিত করতে বলেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফেনী কলেজ রোড শাখার ব্যবস্থাপক ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মনছুরুল আলমের সভাপতিত্বে ও ব্যাংকার মোঃ আবদুল আজিজের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক গিয়াস উদ্দিন বুলবুল, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, পাঠাননগর ইউপির সাবেক চেয়ারম্যান আমির হোসেন মোল্লা, পাঠাননগর বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আমির হোসেন। এসময় ইসলামী ব্যাংক ছাগলনাইয়া শাখার কর্মকর্তা মোঃ মনছুর আলম ইউনুছ, পাঠাননগর আউটলেটের এজেন্ট দিদারুল আলম, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।