পুলিশ পরিচয়ে মোটর সাইকেল ও টাকা হাতিয়ে নেবার অভিযোগে ছাগলনাইয়ায় কামরুল আহসান শাহীন (২৩) ও আনোয়ার হোসেন রনি (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত (২৭ নভেম্বর) রাত ১টার দিকে পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান। তিনি জানান, শাহীন ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে ও আনোয়ার হোসেন রনি একই এলাকার রুহুল আমিনের ছেলে।
মাহবুবুর রহমান জানান, চট্টগ্রামের ভুজপুরের মোঃ হাসান নামে এক যুবকের সাথে শাহীনের পূর্ব পরিচয় ছিলো। সেই সূত্র ধরে হাসানের R15-V3 মডেলের মোটরসাইকেলটি বিক্রি করার আশ্বাস দিয়ে শাহীন তাকে ছাগলনাইয়া নিয়ে আসে। পরে পুলিশ পরিচয়ে প্রতারণার করে আনোয়ার হোসেন রনিসহ আরও ২ জনের সহযোগিতায় শাহীন হাসানের কাছ হতে মোটর সাইকেলসহ নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপার হাসান থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মাহবুবুর রহমান।