ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে শহরের শূন্যরেখায় আয়োজিত মানববন্ধনে পৌর জাসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, জেলা জাসদের সহ সভাপতি নুরুল আমিন চৌধুরী।
উপজেলা জাসদ সভাপতি জানান, ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরা, গুন্ডাদের রাজনৈতিক প্রশাসনিক পৃষ্ঠপোষকদের শুদ্ধি অভিযান চালুর দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপজেলা জাসদের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সহ সভাপতি মাহমুদা আক্তার, ছালেহা মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, অর্থ সম্পাদক আজিমুল হক, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল বশরসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসদ নেতারা অংশ নেন।