ঘটনাটি ঘটেছে দিনে দুপুরে। রাস্তা ভর্তি লোকজন-যানবাহন আসা যাওয়া করছে, তার মাঝে ধীরে সুস্থে হেঁটে যাচ্ছে সেলোয়ার-কামিজ পড়া এক তরুণী। সে বুকে আগলে ধরে রেখেছে তিন মাসের এক শিশু। তার পিছু পিছু হাঁটছে আরও ৩ বছর বয়সী আরও এক শিশু। দৃশ্যটা রোজকার মত সাধারণ হলেও, এর পেছনে লুকিয়ে আছে আরও একটি সত্য। কিছুদূর গিয়ে মেয়েটি আবার ৩ বছর শিশুটির হাত ধরে ফিরে এল তাকে বাসায় পৌঁছে দিতে। তখন তার কোলে ওই ৩ মাসের শিশুটি নেই, ওড়না দিয়ে ঢাকা মুখ। এরপর তাকে বাসায় রেখে ্বআবার বেরিয়ে গেল মেয়েটি। তারপর সে শিশুটিকে নিয়ে কোথায় গেল, কেন গেল, এখন পর্যন্ত তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। শিশুটির খোঁজে তার পরিবারের লোকজন হন্যে হয়ে ঘুরছে। প্রাপ্ত সিসি টিভি ফুটেজেই এ দৃশ্য ধরা পড়েছে।
রবিবার সকালে (২০ সেপ্টেম্বর সকালে) ছাগলনাইয়া পৌর এলাকার কলেজ রোডের ইকবাল ভবনে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন ধারণ করছে, মোঃ জুনাঈদ হোসেন নামের ওই শিশুটিকে নিয়ে পালিয়েছে ওই মেয়েটি। তার নাম রোকসানা আক্তার বিথি। বয়স ২১ বছর। বিবাহিতা। তবে আসলে কি উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে সে পালিয়েছে সে ব্যাপারে পরিবারটি এখন স্পষ্ট নয়। কারণ মেয়েটির সাথে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। সেও তাদের পূর্ব পরিচিত।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসে থাকার সূত্র ধরে উত্তর পানুয়া গ্রামের কুয়েত প্রবাসী নিজাম উদ্দিনন রুবেলের সাথে ওমান প্রবাসী ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের শাহজাহানের মধ্যে ৩/৪ বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কালক্রমে সে সম্পর্ক পারিবারিক পর্যায়েও তৈরি হয়। এর সূত্র ধরে প্রবাসী শাহজাহানের স্ত্রী বিথি কয়েক বার প্রবাসী নিজাম উদ্দিনের ছাগলনাইয়ার পৌর এলাকার কলেজ রোডের ইকবাল ভবনের ৫ম তলায় ভাড়া বাসায় বেড়াতে আসে। একইভাবে গত বৃহস্পতিবার বিথি বেড়াতে এসেছিলো ছাগলনাইয়ায়। মাঝখানে একদিন থেকে গতকাল শনিবার বিকালে সে নিজের বাড়ি লেমুয়া যায়। সন্ধ্যার দিকে আবার সে ছাগলনাইয়ায় ফিরে এসেছিল। এরপর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জুনাঈদের মা জাহেদা বেগমের কোল থেকে তাকে ছাদে নিয়ে ছবি তুলবে বলে বাসা থেকে বাইরে বের হয়। এরপর এই ঘটনা ঘটে।
এরপর অনেকক্ষণ পর তারা না ফেরায় তাদের খোঁজ শুরু হয়। জুনাইদের মার শোর চিৎকারে লোকজন এসে জড়ো হন।
পরিবারের লোকজন জানায়, জুনাইদের খোঁজে বিথির আত্মীয়, স্বজন, বাবা-মাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নেয়া হয়েছে। এখনও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর হতে বিথির মোবাইল ফোন বন্ধ রয়েছে। জুনাইদকে কি অপহরণ করা হয়েছে, না অন্য কোন উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা সুস্পষ্ট নয়।
তারা জানান, সিসিটিভি ফুটেজে দেখে বোঝা যাচ্ছে বিথি বাচ্চাটিকে কারও কাছে রেখে জুনাইদের ৩ বছর বয়সী বড় বোনকে ফিরিয়ে দিয়ে আবার একা বেরিয়ে গেছে। জুনাইদকে সে কারও রেখে এসেছিল। এরপর সে একদম লাপাত্তা। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। চারদিকে খোঁজ চলছে।
জুনাইদের পরিবারের এক সদস্য জানান, বিথি চলাফেরায় একটু উচ্ছৃঙ্খল ধরণের মেয়ে। এ ঘটনার আরও সিসি টিভি ফুটেজ সংগ্রহের জন্য চেষ্টা চলছে।
এ ঘটনায় জুনাইদের মা জাহেদা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। ওসি জানান, শিশুটির সন্ধান বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। কেউ যদি ওই মেয়েটি বা বাচ্চাটিকে কোথাও দেখেন, তাহলে তৎক্ষণাৎ পুলিশ কন্ট্রোল রুম, ফেনী-০৩৩১৭৪৮৩৫ অথবা অফিসার ইনচার্জ, ছাগলনাইয়া থানা, ফেনী-০১৭১৩-৩৭৩৭৮২ কে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।