ছাগলনাইয়ায় এক গৃহবধূকে (৩০) গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ।
ওসি জানান, গ্রেফতারকৃতরা গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী। তারা গতকাল রাত ৯ টার দিকে উত্তর মন্দিয়া গ্রামের এক মহিলাকে (৩০) কে জোরপূর্বক তুলে বাড়ির পাশের আকাশী গাছের বাগানে নিয়ে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাতেই থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হল ইউনিয়নের উত্তর মন্দিয়ার আক্তারুজ্জামান মেম্বারের পুরাতন বাড়ীর মৃত আবু তাহেরের ছেলে মোঃ করিম উল্যাহ (২০), একই বাড়ির মৃত সামছুল হকের ছেলে মোঃ ইমরান হোসেন (১৯), একই গ্রামের কাদির বক্স চৌকিদার বাড়ীর মৃত জমির আহাম্মদের ছেলে নিজাম উদ্দিন (১৯), মান হোসেন ভূইয়া বাড়ীর খুরশিদ আলমের ছেলে মোঃ একরাম হোসেন পারভেজ (১৯)।
আজ শনিবার (২২ আগস্ট) সাড়ে ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মেজবাহ উদ্দিন আহমেদ।