ছাগলনাইয়ায় ৫শ গ্রাম গাঁজাসহ রাশেদা আক্তার রুমা প্রকাশ লিপি (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৭ আগস্ট) ছাগলনাইয়া-করেরহাট আঞ্চলিক সড়ক হতে তাকে আটক করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ।
ওসি জানান, আজ মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রাশেদা চট্টগ্রামের সীতাকুন্ডের অলিনগরের মধ্যম মাহমুদাবাগের কামাল পাশা বাড়ির মোঃ শহিদুল ইসলাম প্রকাশ শহিদের স্ত্রী। বর্তমানে সে পূর্ব ছাগলনাইয়ার বাগান বাড়ির জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে ৫শ গ্রাম গাঁজা পাওয়া যায়।