প্রাথমিক স্কুলে আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সরস্বতী পূজার ছুটি থাকবে। আজ সোমবার (২৭ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২০ সালের ছুটির তালিকা সংশোধন করে এ আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক ( পলিসি ও অপারেশন বিভাগ) যুগ্ম সচিব খান মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রী শ্রী সরস্বতী পূজার নির্ধারিত ছুটি ছিল ২৯ জানুয়ারি ২০২০ তারিখ বুধবার এর পরিবর্তে ৩০ জানুয়ারি ২০২০ তারিখ বৃহস্পতিবার ভোগ করতে হবে।
প্রসঙ্গত, এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় সরস্বতী পূজার ছুটি ২৯ জানুয়ারি লেখা ছিল। যেহেতু পূজা ৩০ জানুয়ারি সেহেতু ওইদিনই স্কুল বন্ধ থাকবে। আর ২৯ জানুয়ারি যথারীতি স্কুল চলবে।
এর আগে ২৯ জানুয়ারি নয়, প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পূজার ছুটি ৩০ জানুয়ারি নির্ধারণের দাবিতে জানিয়েছিলো বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের নেতারা। রবিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদের নেতারা দাবি করেন, তিথি অনুসারে এ বছর সরস্বতী পূজার মূল আনুষ্ঠানিকতা হচ্ছে ৩০ জানুয়ারি। এ পূজাটি মূলত: শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় সরস্বতী পূজার ছুটি ২৯ জানুয়ারি উল্লেখ করা হয়েছে। এ তারিখ পরিবর্তন করে ৩০ তারিখ ছুটি পুনঃনির্ধারণের দাবি জানানো হয়।