১ জানুয়ারী, ২০২০ ।। মোঃ সাহাব উদ্দিন ।।
ফেনী সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ-উচ্ছ্বাসে বই উৎসবের মধ্য দিয়ে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারী) বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমাদের সন্তানদের হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দিতে পেরেছি। আজ তাদের আনন্দের দিন। এসময় তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আপনারা আরো যত্নশীল হোন। পড়াশোনার জন্য তাদের অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না। শারিরীক সক্ষমতা অর্জনে তাদের ভালো ভালো খাবার খাওয়ান। অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে শিশুকালে ওদের মনে ভয় ঢুকে যায়। ফলে ভবিষ্যতে তারা ভালো ফলাফল করতে পারেনা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, ফেনী সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে পড়াশোনা ও ফলাফলে জেলায় যথেষ্ট সুনাম কুড়িয়েছে। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক ।
বিদ্যালয়ের সভাপতি লুৎফুর রহমান খোকন হাজারী বলেন, আমাদের বিদ্যালয়ে প্রায় ১২শ শিক্ষার্থী আছে। শ্রেণীকক্ষ ও শিক্ষক সংকট উপেক্ষা করেও আমরা নিয়মিত ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। সদর আসনের মাননীয় সাংসদ জননেতা নিজাম উদ্দিন হাজারী সহ জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান আমাদের শ্রেণীকক্ষ সংকট সমাধানে সহযোগিতা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। শ্রেণীকক্ষ সংকট সমাধান হয়ে গেলে আমরা পড়াশোনায় ও ফলাফলে আরো এগিয়ে যাবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরীন আক্তার বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও অভিভাবক-শিক্ষক-শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বিদ্যালয় ভালো ফলাফল অর্জন হয়েছে। বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান হলে আমরা আরো উন্নতি করতে পারবো।
বিদ্যালয়ে পরিচালনা পর্ষদ সভাপতি লুৎফুর রহমান খোকন হাজারীর সভাপতিত্বে শিক্ষিকা জ্যাবিন শরমিন প্লেভা'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা। নিজাম উদ্দিন হাজারীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন খোকন হাজারী।