আগামী ২৮ জানুয়ারি থেকে ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ফেনীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৯৯ জন এতে অংশ নেবেন। আগামী ৩ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হবে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিস গিয়ে দেখা যায়, সহকারি শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে অফিসে ভিড় করছেন। অফিসে কর্মরতরা তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে জমা নিচ্ছেন।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ বলেন, ফেনীতে সহকারি শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় ৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৯ পাশ করেছেন। আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। আজ মঙ্গলবারের মধ্যে তাদের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত জমা দিতে হবে। প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, কাগজপত্র সত্যায়িত করার ক্ষেত্রে ৯ম গ্রেডের সরকারি গেজেটেড কর্মকর্তা হতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি ফেনীর ১০টি কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৫৭৪ জন। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৮ হাজার ৪২৯ জন। এদের ১ হাজার ৮৫৪জন পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষা হলে মোবাইল ফোন সঙ্গে আনায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
একই অফিস সূত্রে জানা গেছে, ফেনী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৯২ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ১৭টি, দাগনভূঞা উপজেলায় ১৬টি, সোনাগাজী উপজেলায় ৩১টি, ছাগলনাইয়া উপজেলায় ১৪টি, ফুলগাজী উপজেলায় ১২টি এবং পরশুরাম উপজেলায় ২টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে সোনাগাজী উপজেলায় শূন্য পদ সর্বাধিক এবং পরশুরাম উপজেলায় সর্বনিম্ন।
জমা দিতে হবে যে সকল কাগজপত্র
ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমাবার ও আজ মঙ্গলবার এই দুইদিন প্রার্থীদের কাগজপত্র জমা নেওয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশ নিতে যেসব কাগজপত্র লাগবে তা হল- কাগজপত্র জমাদানে প্রাপ্তি স্বীকারপত্র ২কপি, অনলাইনে আবেদনে আপলোডকৃত রঙিন ২ কপি সত্যায়িত ছবি, অনলাইনে আবেদনের রঙিন কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধা বা শহীদ সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্রের সত্যায়িত কপি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি। গতকাল সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সহকারি শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কাগজপত্র জমা দিতে ভিড় করছেন।
