১৬ ডিসেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।
ফেনী শহরের বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারাহ্ দিবা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষার্থীদের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন সহকারি শিক্ষকরা।
ফারাহ্ দিবা খানম জানান, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় ১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে আবদুর রহিম প্রথম, অহনা দাস দ্বিতীয় ও দিদারুল আলম তৃতীয় স্থান অর্জন করে। চিত্রাংকন প্রতিযোগিতায় ১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অহনা দাস প্রথম, স্বপ্না মজুমদার দ্বিতীয় ও আকরাম হোসেন তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানে তাদের মাঝে বিদ্যালয়ের শিক্ষকরা পুরস্কার বিতরণ করেন।