১৬ ডিসেম্বর ২০১৯।। শহর প্রতিনিধি ।।
বিভিন্ন কর্মসূচীতে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব আবদুল মতিন, সদস্য জনাব সিরাজুল ইসলাম, ডাঃ মুজিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা। দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয়ে চিত্রাংকন, রচনা ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। চিত্রাংকন ও দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে তৃতীয় শ্রেণির ছাত্রী বদরুন্নেসা। রচনা প্রতিযোগিতায় ৪র্থ শ্রেনির ছাত্র মোঃ মিরাজ প্রথম স্থান অর্জন করে।