১২ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।
ফেনীতে জেলা পর্যায়ে ১২টি ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরশুরাম উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা, গোবিন্দপুর ফাজিলের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার নাথ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ছাগলানাইয়ার বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম প্রধান শিক্ষিকা, সদরের বিজয়সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়রুপ দাশ শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জান্নাত আক্তার জাহান শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা, ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লুৎফুর রহমান খোকন হাজারী শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সোনাগাজী চর সোনাপুরের ভৈরব চৌধুরী বাজারের আজিজুল হক হিরণ শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, সোনাগাজীর বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।
এছাড়া গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও ঝরে পড়া হার রোধে সোনাগাজীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলায় শ্রেষ্ঠ হয়েছে।