ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে, জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সিভিল সার্জন ডাঃ আবদুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাঃ সুমনী আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক বিদ্যালয়ের শিক্ষক বিক্রম কুমার দাস জানান, ২০টি সেকশনে এসএসসি পরীক্ষার্থীসহ সর্বমোট ৬২টি ইভেন্টে প্রতিযোগিতা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।


প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বি.কম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা।


অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।