৪ জানুয়ারী ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক।।


এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান মুঠোফোনে এ তথ্য জানান।


পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে অবহেলা ও পরীক্ষা পরিচালনা বিধি পরিপন্থী ঘটনার অভিযোগে তাকে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার (৩ জানুয়ারী) বোর্ড হতে সংশ্লিষ্টদের বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে।


জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ এ বিষয়ে কোন চিঠি অথবা কোন তথ্য তার কাছে নেই বলে জানান। তিনি বলেন, চিঠি এলে আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে জানাবো।


বোর্ডের প্রেরিত চিঠির বিষয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন মোবাইল ফোনে জানান, এ ধরনের কোন চিঠি বোর্ড থেকে তার কাছে আসেনি। তিনি বলেন, এমন কোন সিদ্ধান্তের কথা আমার জানা নেই।