২১ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।
ফেনী সরকারি পাইলট ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরপত্র মূল্যায়ণ শেষে ফলাফল প্রকাশ করে সরকারি বিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৫২ জন শিক্ষক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে প্রাতঃ ও দিবা শাখায় মোট ৩২০টি আসনের বিপরীতে ১৪৭৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাংলা, ইংরেজী ও গণিত বিষয়ে ১০০ নম্বরের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, সরকারি বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ১শ ৩১টি আসনের বিপরীতে ১ হাজার ৪১ জন শিক্ষার্থী আবেদন।