১০ ডিসেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি।।
শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে জয়নাল হাজারী কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী’র আয়োজনে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া।
জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে মূল আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী’র সহকারি পরিচালক আবদুল্লাহ আবু জাহিদ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ক্রীড়া শিক্ষক দীপক চন্দ্র নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী উপ পরিদর্শক মোঃ সায়েম মিয়া।
‘ভুল করেও মাদক নয়, মাদক মানেই মৃত্যু’ এ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন হবার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের থ্রিডি স্কেল প্রদান করা হয়।