ফেনী গার্লস ক্যাডেট কলেজের নিয়মিত প্রকাশনা বাংলা সাময়িকী ‘উত্তরণ’র মোড়ক উম্মোচন করা হয়েছে।
প্রকাশিত ১৪তম সংখ্যাটি মুজিব শতবর্ষ উপলক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস, বিপিপি, পিএসসি, এটিসি।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সাময়িকীটির মোড়ক উম্মোচন করেন কলেজ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি তাহমিনা পারভীন, উপাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন, প্রকাশনা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষক ঈশাতুন নাদীরা পারভীন, মোঃ জোনায়েত প্রমুখ।
মোড়ক উম্মেচনের পর কলেজের ক্যাডেটবৃন্দ সাময়িকীতে তাদের প্রকাশিত লেখাসমূহ জুম এ্যাপসের মাধ্যমে পড়ে শোনায়।