ফেনীর স্বনামধন্য মহবিদ্যাপীঠ বীকন মডেল কলেজের সভাপতি হয়েছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসাইন শাকা। এর আগে কলেজের পক্ষ থেকে তাকে সভাপতি মনোনয়ন দেয়া হলে গত ২৫ জুন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত পত্রে শাহাদাত হোসাইন শাকাকে সভাপতি করে কলেজের ৭ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি অনুমোদন দেয়া হয়।
 
কলেজে প্রেরিত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৯ প্রবিধান অনুযায়ী প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য সভাপতি মনোনয়ন সহ গভর্নিং বডি অনুমোদন দেয়া হয়।
 
কমিটির অন্যান্যরা হলেন- বীকন মডেল কলেজের অধ্যক্ষ সদস্য সচিব, এস এম মাছুম বিল্লাহ ও আবদুল্লাহ আল-মামুন শিক্ষক প্রতিনিধি সদস্য, কাজী ফারুক হোসেন, মোহাম্মদ আলী, সাজেদা বেগম অভিভাবক প্রতিনিধি সদস্য।