একটানা তিনবার মার্চ পাস্টে সেরা হয়েছে ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ফেনী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় ১১টা ইভেন্টে ১৬টি পুরস্কার পেয়ে কলেজে সেরা হয়েছে এ বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের প্রভাষক ও ২০১৮-১৯ সালে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার আহমেদ আলী বিভোর জানান, এ বছর সহ টানা তিনবার উদ্ভিদবিজ্ঞান বিভাগ মার্চ পাস্টে শ্রেষ্ঠ হবার গৌরব অর্জন করেছে। এছাড়াও এ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১১ ইভেন্টে ১৬টি পুরস্কার অর্জন করেছে। এজন্য সকল শিক্ষক, শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার আহ্বায়ক হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ জহির উদ্দিন প্রমুখ।