ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) শহরের মিজান রোডে ফেনী আলিয়া মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া ফারুক জানান, প্রতিযোগিতায় ১৬টি ইভেন্টে ৬৩ জন প্রতিযোগি অংশ নিয়েছে। তারিখ নির্ধারণ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


এসময় শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উৎসাহ প্রদান করেন।