১৮ জানুয়ারি ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক ।।
ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেছেন, আমরা দোয়া করি সকল সন্তান যেন অনেক বড় হয়, সকলেই যেন সম্মানের আসনে যেতে পারে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে নার্সারী শ্রেণিতে ভর্তিকৃত ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে প্রথম দিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক মায়েরা আছেন সন্তানদের স্কুল থেকে বাসায় নিয়েই পড়াতে বসান, মারধর করেন। এমন কাজ করবেন না। সে স্কুলে এসে বন্ধুদের সাথে মিশছে কিনা, খেলাধুলা করছে কিনা, তা লক্ষ্য করুন। সন্তানের স্বাভাবিক বৃদ্ধি ঘটছে কিনা তা খেয়াল রাখুন।
স্কুল জীবনের প্রথম দিনের স্মৃতি ধরে রাখতে অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আরও বলেন, আপানার সন্তানের স্কুলে প্রথম দিন বিদ্যালয়ে আসার যে অনুভূতি তা ডায়েরীতে লিখে রাখবেন, ছবি তুলে রাখবেন। ভবিষ্যতে অর্থাৎ ২০৪০ বা ৪১ সালের দিকে যখন সে বড় হবে, তখন তাকে দেখাবেন। সে আবেগ আপ্লুত হবে।
স্কুলের উন্নয়নে সকলের অংশগ্রহণ কামনা করে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যে কোন পরামর্শ, কোন প্রস্তাবনা থাকলে আমাদের জানান। আমরা তা বিচার বিশ্লেষণ করব। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। এ স্কুলকে একটি মানসম্মত স্কুল হিসেবে তৈরি করতে এবং ধরে রাখতে আমরা সবসময় চেষ্টা করব। স্কুল সবধরনের উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য জহির উদ্দিন আকবর শিপন, শহীদুল্লাহ হাজারী। সন্তানদের স্কুলে প্রথম দিনে অভিভাবকরা ব্যস্ত সময় পার করেন।
আজকের দিনে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের চিত্রটা ছিল বর্ণময়। স্কুলে প্রবেশ করতেই চোখে পড়ল লাল-নীল-হলুদ বাহারি বেলুনের সমারোহ, মাঠে পরিপাটি সাজানো গোছানো যেন রঙধনুর বর্ণচ্ছটা। চারপাশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের ভিড়। সকলের চোখে মুখে আনন্দের উদ্ভাস। এত কিছু কেবল স্কুলে পা রাখা নতুন শিক্ষার্থীদের জন্য। স্কুল জীবনে প্রবেশের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি ছিলোনা স্কুল কর্তৃপক্ষের। সেই আনন্দের সোপানে যাত্রা করল ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের ২০২০ বর্ষের নার্সারী শ্রেণির ১৭০ শিক্ষার্থী।