ফেনী ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা: ভিত্তি ও অগ্রভাগ’ শীর্ষক দুই দিনব্যাপী স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ কোর্সের উদ্বোধন করা হয়। 

জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে তাত্ত্বিক জ্ঞান ও আধুনিক প্রয়োগমূলক দিক তুলে ধরাই এ কোর্সের মূল উদ্দেশ্য। দুই দিনব্যাপী এই কোর্সটি (২৪ ও ২৫ অক্টোবর) চলাকালীন অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার ভিত্তি থেকে সাম্প্রতিক অগ্রগতি পর্যন্ত বিভিন্ন বিষয়ে বক্তৃতা, আলোচনা ও বাস্তব প্রদর্শনের সুযোগ পাবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাসেম। 

এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সোহরাব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন অর রশিদ, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন আহমেদ মাহবুব উল-আলম এবং ইইই বিভাগের চেয়ারম্যান সামিউল হক।

অতিথিরা তাদের বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার সমসাময়িক গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর গবেষণা ও উদ্ভাবনে অংশগ্রহণের আহ্বান জানান।

উদ্বোধনী পর্ব শেষে ইইই বিভাগের প্রভাষক তানভীর হোসেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ের ওপর কী-নোট বক্তব্য উপস্থাপন করেন, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, বাস্তব প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরবর্তীতে সকালের সেশনে ইইই বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর রাবেয়া খাতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, যেখানে অংশগ্রহণকারীরা ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা-এর বিভিন্ন টুল ও প্রয়োগ শিখান। পরে বিকেলের সেশনে ইইই ডিপার্টমেন্টের প্রভাষক বাঁধন গোলদার এবং আশরাফুল ইসলাম সাইবার সিকিউরিটি-এর উপর কী-নোট বক্তব্য এবং হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন।