রৌদ্রজ্জ্বল সকালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের পদচারণে মুখোরিত হয়ে উঠে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমি চত্বর। গতকাল শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে শুরু হয় কৃতি শিক্ষার্থীদের নিয়ে শিখো-প্রথম আলোর সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে অংশ নিতে সকাল আটটা থেকে শিল্পকলা একাডেমি মাঠে উপস্থিত হতে থাকে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকেরাও আসেন। শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকসের ব্যাগ সংগ্রহ করে। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় সেলফি তুলতে ও আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায় তাদের।
সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। প্রথমেই জাতীয় সংগীত পরিবেশন করেন প্রথম আলো ফেনী বন্ধুসভার সদস্যরা ও শিল্পকলা একাডেমির শিল্পীরা। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফেনী বন্ধুসভার সভাপতি বিজয় নাথ ও সাংস্কৃতিক সম্পাদক জান্নাত আক্তারের জাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের। মঞ্চে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আইউব, সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহার, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন মিলন, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. একরামুল হক ভূইয়া, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম, ফেনীর সময় পত্রিকার সম্পাদক মো. শাহাদাত হোসেন, বন্ধুসভার উপদেষ্টা আবদুল হালিম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, জীবনের লক্ষ্য নির্ধারন করে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের একটি ক্রেষ্ট তোমাদের জীবনের একটি বড় প্রাপ্তী। এই সম্মাননার কথাকে মনে রাখতে হবে। ‘সম্প্রতি আমরা শিক্ষার্থীদের অবদান ও মহিমা দেখেছি। মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে বলেই দেশের মোড় ঘুরে গেছে। ছাত্র-জনতার সংগ্রামে আমরা যে কৃতিত্ব অর্জন করেছি। তা সারাজীবন মনে রাখতে হবে।
বক্তারা আরও বলেন, এসএসসির পর এইচএসসিতে ভালো ফলাফল করতে পারলে তোমাদেরও জীবনের মোড় ঘুরে যাবে। শুধু পাঠ্যবই পড়ে নয়,পত্রিকাসহ বিভিন্ন মনীষীর ও ভালো ভালো বই পড়ে বিশ্বকে জানতে হবে, নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের গতি পরিবর্তন করতে হবে। পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও মনোনিবেশ করতে হবে। সমাজ ও দেশের জন্য কাজ করতে হলে নিজেকে উদার মানবিক হিসেবে গড়ে তুলতে নানা উপদেশ দেন বক্তারা।
অনুষ্ঠানে প্রথম আলো ফেনী বন্ধুসভা ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরাসহ শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানে অংশ নিতে জেলার ৮১২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪টি জেলায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।