১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ এ স্লোগানে ও বৈষম্য নিরসনের দাবি জানিয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফেনী জেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশোনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে মাত্র ১১ হাজার টাকা বেতন গ্রেডে মোট ১৭ হাজার ৬৫০ টাকা পায়। মাসিক এ বেতনে সংকুলান না হয়ে অনেক ক্ষেত্রে শিক্ষকদের ঋণ করে চলতে হয়।

তারা আরও বলেন, মাসিক এ বেতন ভাতা দিয়ে কখনো উন্নত জীবনমান সম্ভব নয়। আর এই কারণেই মেধাবীরা প্রাথমিকে শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন।

যৌক্তিকতা ও নায্যতার বিবেচনায় একটি প্রস্তাবনা তৈরি করে শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মানবন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, দাবি নিয়ে শিক্ষকদের এখনও রাস্তায় নামতে হয় যেটি অত্যন্ত দুঃখজনক।

তারা বলেন, আমাদের সাথে একই ডির্পাটমেন্টে চাকুরি যারা করে তাদেরকে ১০ম গ্রেড দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যাদের জাতির কর্ণাধার বলেন তাদের সাথে বৈষম্য করা হচ্ছে।

মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন। এসময় দাবি আদায়ে নানা স্লোগান নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

পশ্চিম ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিশোর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক জহির উদ্দিন টিপু, করামিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল নোমান, শিক্ষক আবু মুসা, লস্করহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আরা, উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন সুমন, উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা ইয়াসমিন রুনা, চরকৃষ্ণজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবির, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম, ফাজিলপুর জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর হোসেন, ওলামা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি.এম.নাজমুল হোসেন ও ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।