৫ ডিসেম্বর ২০১৯ ।। সংবাদ বিজ্ঞপ্তি ।।


বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট), ইলেকট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক বিভাগের উদ্ভাবক দল তাদের উদ্ভাবনী ধারণা প্রদর্শনের মাধ্যমে জিতে নিল রিয়েলিটি শো ’উদ্ভাবকের খোঁজে-সিজন ২’ এর সেরা আট এর পুরস্কার। বাইউস্টের এ দল টেক্সট এন্ড ভয়েস টু ব্রেইল ট্রান্সলেটর শীর্ষক প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিজয়ী হয় এবং প্রযুক্তি বাস্তবায়নের জন্য ৫ লক্ষ টাকা সিড মানি লাভ করে। তাদের এ প্রযুক্তির মাধ্যমে অন্ধ শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতির বইয়ের সাথে পরিচিত হবে এবং আর ও সহজতর পদ্ধতিতে শিক্ষা লাভ করতে পারবে।

এ প্রযুক্তি বাস্তবায়ন করা হলে বাংলাদেশ সহ সারা বিশ্বের অন্ধ মানুষজন উপকৃত হবে এবং এটার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এ উদ্ভাবনী দলে প্রতিনিধিত্ব করেন ফাল্গুন সেন ও মো. আলাউদ্দিন অনিক। এ প্রতিযোগিতায় প্রায় ২ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে এবং সেরা আট প্রতিযোগীকে প্রযুক্তি বাস্তবায়নের জন্য প্রাথমিক পুঁজি সরবরাহের মাধ্যমে পুরস্কৃত করা হয়। উদ্ভাবনমূখী একটি পরিবেশ তৈরি করা এবং পাশাপাশি নাগরিক সেবাকে সহজতর করার লক্ষ্যে এ রিয়েলিটি শোয়ের আয়োজন করা হয়। মন্ত্রী পরিষদ বিভাগ ও ইউএনডিপির সহায়তায় এটুআইয়ের হিউম্যান ডেভেলপমেন্ট ও মিডিয়া ইনোভেশন ল্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘উদ্ভাবকের খোঁজে-সিজন২’। বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে ৮০০ প্রতিযোগীর মধ্যে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণরা। চ্যানেল আইতে এ রিয়েলিটি শো সম্প্রচার করা হয়।


মঙ্গলবার ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে এ আসরের বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের হাতে সিড মানি তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব জনাব এন এম জিয়াউল আলম, এটুআইর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী সহ সরকারি বেসরকারি খাতের বিভিন্ন উদ্যোক্তারা।