৩ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।
ফেনীতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে পার্কে পাওয়া গেলে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন সেলের সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার এ হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি বলেন, স্কুল কলেজ চলাকালীন সময়ে দেখা যায় অনেক ছেলেমেয়েরা ইউনিফর্ম পরে পার্কে ঘোরাঘুরি করছে। ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সময় কাটায়। এক্ষেত্রে অভিভাবকদেরকে আরও সচেতন হতে হবে। অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হবে।
এসব অপরাধ কমাতে ফেনী শহরের বিভিন্ন পার্কগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জানান।