২৮ নভেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি।।


ফেনী সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে কলেজের কমিশনার জয়নাল আবেদীন ভবনে প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল।


সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শিব প্রসাদ দাস গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আবু নছর ভূঞা, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন।

শিব প্রসাদ দাস গুপ্ত জানান, তিনদিন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ও শনিবার এই দুইদিন ক ও খ গ্রুপে শিক্ষার্থীরা হামদ্ ও না’ত, কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, নির্ধারিত কবিতা আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। রবিবার দেশের গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোক সংগীত, আধুনিক গান, একক অভিনয় ও একক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


তিনি আরও জানান, আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।