২৭ নভেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।


ফেনী শহরের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫ম সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৯ প্রতিযোগিতায় সিলভার পদকপ্রাপ্ত মুন্নি আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়। সে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।


এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু বকর ছিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহির উদ্দিন ও জাফর আহমদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আবদুল জলিল, পরিচালনা পরিষদের সদস্য মাসুদ এলাহী ও আবদুর ওহাব।


প্রধান শিক্ষক আবুল হাশেম জানান, সংবর্ধনা অনুষ্ঠানে মুন্নি আক্তারকে বিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয়া হয়েছে।


অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৮০জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।