১৪ নভেম্বর,২০১৯
।। নিজস্ব প্রতিবেদক।।
ফেনীতে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিন ইংরেজী পরীক্ষায় ঝড়ে পড়ল ৮শ ৬৪ পরীক্ষার্থী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম জানান, প্রাথমিক শিক্ষায় সমাপনী পরীক্ষায় ৪শ ৭৪জন ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩শ ৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কাউকে বহিষ্কার করা হয় নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৯শ ১১টি বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় ২৪ হাজার ১শ ৪০ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনে ৪শ ৭৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১শ ৩১টি মাদ্রাসা থেকে ৭ হাজার ৮শ ১০ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনে পরীক্ষায় ৩শ ৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
শিক্ষা অফিস আরও জানায়, ফেনী সদরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২২২জন ও ইবতেদায়ীতে ৯৭জন, দাগনভূঞায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৭১জন ও ইবতেদায়ীতে ১১৯জন, সোনাগাজীতে প্রাথমিকে ৭৬জন ও ইবতেদায়ীতে ৯২জন, ছাগলনাইয়া প্রাথমিকে ৬১জন ও ইবতেদায়ীতে ৩১জন, পরশুরামে প্রাথমিকে ২৩জন ও ইবতেদায়ীতে ২৩জন, ফুলগাজীতে প্রাথমিকে সমাপনী পরীক্ষায় ২৪জন ও ইবতেদায়ীতে ২২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সারাদেশে একযোগে ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর।