লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারী একটি পরিবারের নির্বিচারে গুলিতে বৃহস্পতিবার ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জন নিহত হয়েছে। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভার্ণমেন্ট অব ন্যাশনাল একর্ড (জিএনএ) এ তথ্য নিশ্চিত করে।
লিবিয়ার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই বিবৃতিতে বলেছে, এই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের জিনতান শহরে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
একই সূত্র জানায়, নিহত বাংলাদেশিরা মিজদা শহরে মানবপাচারকারীদের জিম্মায় ছিলেন। পাচারকারীদের একজনকে হত্যার জেরে এ হত্যাকান্ড ঘটায় তার পরিবার।
তবে নিহত এবং আহতরা কোন কোন জেলার তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।
সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড