করোনাভাইরাস সংক্রান্ত ভুল তথ্যের কারণে বিশ্বজুড়ে চলতি বছরের প্রথম তিন মাসে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে।
আমেরিকান জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছে বিবিসি।
গবেষণায় দেখা গেছে, যে সময়ে এত মানুষের মৃত্যু হয়েছে; সে সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার মানুষ।
করোনা থেকে মুক্ত হতে ভুল তথ্যে মিথানল ও মদপান করেছেন অনেকে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষেরই মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন; তাদের অনেকেরই ধারণা ছিল এসব পণ্যে করোনা দূর করা সম্ভব।
ভাইরাস যেমন দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক একইভাবে 'ভুয়া তথ্যও' ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গবেষণা বলছে, করোনা প্রতিরোধে নানা মাধ্যম থেকে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য পেয়েছেন অনেকে। এর মধ্যে অনেকে গরুর মুত্র পর্যন্তও পান করেছেন।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন ভুয়া তথ্য প্রতিরোধে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, সরকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের দায় রয়েছে জানিয়ে গবেষকরা বলছেন, যথাযথভাবে তারা দায়িত্ব পালন করতে সক্ষম হয়নি।