করোনায় বিধ্বস্তপ্রায় ইউরোপের দেশ ফ্রান্স সরকার লক ডাউন ১১ মে পর্যন্ত বর্ধিত করেছে । প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষনা দেন। তিনি জানান, ১১ মে'র পর স্কুল কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। তবে বিরোধী দলগুলো এ ব্যাপার বিপরীত মত দিয়েছেন।
একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ফ্রান্সে
সেন্ট্রাল ইউরোপের কোভিড-১৯ এর হটস্পট ফ্রান্সে বুধবার সর্বোচ্চ ১৪৩৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে । তবে এর মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৫১৪ জন। বাকি ৯২৪ জন ফ্রান্সের নার্সিং হোম গুলোতে মারা গেছে।
ইস্টার এর ছুটি থাকায় গত দুই দিনের মৃত্যুর সঠিক তথ্যাদি পাওয়া যায় নি তাই এগুলো এদিনের হিসেবে যোগ করা হয়েছে । শুরু থেকে এ নিয়ে ফ্রান্সে মোট মৃতের সংখ্যা দাড়াল ১৭ হাজার ১শ ৬৭ জন। এর মধ্যে বৃদ্ধাশ্রম বা নার্সিং হোমগুলোতে মারা গেছে ৬ হাজার ৫শ ২৪ জন।
তবে আশার কথা হলো ফ্রান্সে টানা ষষ্ঠ দিনের মত আইসিইউতে রোগীর ভর্তি কমেছে। বর্তমানে ৬ হাজার ৪শ ৬৭ জন রোগী আইসিইউ তে নিবিড় পরিচর্যায় আছেন, যা গত কালকের চেয়ে ২শ ৮৪ জন কম। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩০ হাজার ৯শ ৫৫ জন।
সূত্র : BFMTV; Worldometer.info