করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ আজানের বাণী বদলে দিয়েছে। খালিজ টাইমস ও গালফ নিউজ নামের দুটি সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসি বাংলার রিপোর্টে জানিয়েছে, সোমবার আমিরাতের মসজিদগুলো হতে থেকে যে আজান দেয়া হয়েছে তাতে একটি নতুন বাক্য যুক্ত করা হয়েছে।
আজানে যুক্ত করা এই নতুন বার্তায় লোকজনকে বাড়িতে থেকে নামাজ পড়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
ইসলাম ধর্মের রীতিতে মসজিদে এসে নামাজ পড়ার আহ্বান জানিয়ে যে আজান দেয়া হয় তার বাণীতে একটি বাক্য হচ্ছে 'হাইয়া আলা আল-সালাহ’ - যার অর্থ নামাজ পড়তে আসুন।
নতুন আজানে শোনা যাচ্ছে মুয়াজ্জিন বলছেন, ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম’ - অর্থাৎ বাড়িতে থেকে (অথবা আপনি যেখানে আছেন সেখানে থেকেই) নামাজ পড়ুন।
মুয়াজ্জিনকে এ বাক্যটি দু’বার বলতেও শোনা যায়।
দুবাইয়ের ইসলামিক এফেয়ার্স এ্যান্ড চ্যারিটেবল এ্যাকটিভিজ ডিপার্টমেন্ট’র ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা এক বার্তায় বলা হয়, প্রতিষ্ঠানটির জাতীয় ও সামাজিক দায়িত্বের প্রতি অঙ্গীকার অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে যে দুবাইয়ের সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত থাকবে, এবং জনগণকে তাদের বাড়িতে থেকে নামাজ পড়তে বলা হবে এবং এই মহামারি মোকাবিলায় আমাদের সাহায্য করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হবে।’
খালিজ টাইমসের রিপোর্টে বলা হয় 'দ্য জেনারেল অথরিট অব ইসলামিক এ্যাফেয়ার্স এ্যান্ড এনডাওমেন্টস’ সোমবার বলেছে, ‘মসজিদগুলো থেকে মুসল্লিদেরকে নামাজের সময়ের ব্যাপারে সচেতন করতেই শুধু আজান দেয়া হবে। মসজিদের দরজা বন্ধ থাকবে।’