৩১ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।


ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি শুসেন চন্দ্র শীলের মাতা বিমলা রাণী শীল মৃত্যু করেছেন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার শমরিতা হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, তার কিডনীতে জটিলতা দেখা দেয়ায় তাকে গত বৃহস্পতিবার ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তার ডায়ালাইসিস সম্পন্ন করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।


মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী সহ গুনগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সদরের বালিগাঁও ইউনিয়নের ডা. পরলাল শীলের বাড়ি।

শুসেন চন্দ্র শীলের মায়ের পরলোক গমনে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সন্মানিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।  তিনি শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।